পটুয়াখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান

পটুয়াখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান


বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ হতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় প্রাপ্ত অর্থ বরাদ্দ হতে করোনা প্রার্দুভাবের কারনে লকডাউন কর্মহীন দুঃস্থ, অসহায় কর্মহীন, দালিত,  ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত।

 ১৭ মে রবিবার সকাল ১০টায় আবুল কাসেম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সমাসেবা অধিদপ্তর উদ্যোগে  জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দুঃস্থদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখে আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর ইউএনও লতিফা জান্নাতী। উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার, শহর শাখা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

এ সময় পটুয়াখালী পৌর শহরে ৩৯৬ জন এবং সদর উপজেলার  বিভিন্ন ইউনিয়নের ৩০৪ জন দুঃস্থকে নগদ ২০০০ টাকা করে ১৪ লক্ষ টাকা বিতরন করা হয়েছে বলে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস জানান।