পটুয়াখালীতে বাসদের মানবতার বাজার

পটুয়াখালীতে বাসদের মানবতার বাজার

 

পটুয়াখালীতে হিজরা সম্প্রদায়সহ শতাধিক কর্মহীন দঃস্থদের  মাঝে মানবতার বাজার বসিয়ে ত্রান  দিলেন বাংলাদেশেরসমাজতান্ত্রিক দল বাসদ।

১৪ মে বৃহষ্পতিবার দুপুর  ১২.৩০ মিনিট সময় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর মাঠের পশ্চিম পাশে ভবনের বারান্দায় মানবতার বাজার বসিয়ে ১৯ জন হিজরাসহ শতাধিকহত দরিদ্রদের  মাঝেচাল, ডাল, তেল, আলু, আটা, ডিম, চিড়াসহবিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করেন বরিশাল জেলা বাসদের সদস্য সচিব অকুতোভয়বিপ্লবী নেত্রী ডাঃমনীষাচক্রবর্তী।  

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের আহবায়ক কেন্দ্রীয় কমিটিরসদস্য ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন, পটুয়াখালী জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ, ত্রান বিতরন কমিটির আহবায়ক মোঃ আব্দুস সালাম কামরুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিস্ট এনজিও ব্যাক্তিত্ব দৈনিক রূপান্তরের সম্পাদক কে.এমএনায়েত হোসেন।