পটুয়াখালীতে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় জেলা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯টায় শিশু একাডেমিক মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান, সদর উপজলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার , গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো: তারিকুজ্জামান মনি,মহিলা শ্রমিকলীগের সহ-সভাপতি উম্মে কুলসুমসহ আনসার, মুক্তিযোদ্ধা ও বিভিন স্বেছাসেবী সংগঠন।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা শ্রমিকলীগ স্বেচ্ছাসেবক লীগ, ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।