পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট সকাল ৮.৩০ মিঃ সময় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের সূচনা করেন। এর পরে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যগ্মি সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার,  পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ¯কুল, কলেজ ও মাদ্রাসার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুষ্পঅর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
এ ছাড়া সকাল ১০ টায় জেলা শিশু একাডেমীতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভা, পুরস্কার বিতরন ও দোয়া মিলাদ  অনুষ্ঠিত হয়।