টিআইবি’র আয়োজনে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

বরিশাল ও খুলনা বিভাগের তরুনদের নিয়ে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন কার্যক্রমের ধারাবাহিকতায় জলবায়ু অর্থায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ তরান্বিতকরণে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল তিনটায় টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি বরিশাল ও খুলনার আয়োজনে জুম অনলাইনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বরিশাল ও খুলনা বিভাগের ১১টি জেলার ৫৫ জন ইয়েস ও ৩৩ জন ইয়েস ফ্রেন্ডস সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শীলু। অন্যদিকে সমাপনী বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক সাব-কমিটি বরিশালের আহবায়ক শুভংকর চক্রবর্তী এবং পটুয়াখালীর পিষুস কান্তি হরি। এছাড়াও অংশগ্রহণ করেন টিআইবি ঢাকা কার্যালয়ের কাজী শফিকুর রহমান, নাদিরা সুলতানা এবং বরিশাল ও খুলনা বিভাগের ১১টি সনাকের এরিয়া কোঅর্ডিনেটর-সিই বৃন্দ।
টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিই মো: ফিরোজ উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণটি পরিচালনা করেন টিআইবি’র জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক গবেষণা ফেলো মো: নেওয়াজুল মওলা।