পটুয়াখালীতে লকডাউনে অসহায় যৌন কর্মীদের ত্রান বিতরণ

পটুয়াখালীতে করোনা প্রার্দুভাব থেকে মানুষকে রক্ষার জন্য সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ দরিদ্র, অসহায় বয়স্ক, দুঃস্থ, ভাসমান এবং অস্বচ্ছল জনগনের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরনের কার্যক্রমের আওতায় নিষিদ্ধ পল্লীর ১৫০ জন সদস্যকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল, ডাল, তেল, আলু, চিনি, লবন ও হাতধোয়ার সাবান বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই বুধবার সকাল ১০ টায় নিষিদ্ধ পল্লীতে জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্ব-শরীরে উপস্থিত হয়ে লকডাউনে ক্ষতিগ্রস্থ যৌন কর্মীদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, এনডিসি গোলাম সরোয়ারসহ অন্যান ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকবৃন্দ