পটুয়াখালীতে শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে সাংস্কৃতিক ও বাউল  শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের  সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।

গত সোমবার  সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী শের-ই-বাংলা পাঠাগার মিলনায়তনে জেলার ২০০ সাংস্কৃতিক ও বাউল শিল্পীদের মাঝে কম্বল বিতরন কালে মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন বলেন,  যুব সমাজকে মাদক মুক্ত করতে সংস্কৃতিক কর্মী ও শিল্পীদেরকে বেশী করে, বেশী করে খেলাধূলা ও  সাংস্কৃতিক চর্চার আয়োজন করতে হবে।  ছাত্র ও যুব সমাজকে খেলাধূলায় ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে পারলে মাদকের ছোবল কমবে। 

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহিন মিয়া, “শুকতারা শিল্পঙ্গন” এর সভাপতি অলিউর রহমান জসিম ও প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, সাধার সম্পাদক জহির উদ্দিন কায়ুম প্রমুখ।