বরিশালে শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

বরিশালে শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

বরিশালে শিক্ষা জাতীয়করণ, করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আর্থিক সংকট বিবেচনা করে বোর্ডের সকল ধরণে ফি মওকুফসহ একাধিক দাবিতে বিক্ষোভ করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে ওই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা শিক্ষা জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের চাকুরীর নিরাপত্তা এবং বিরাজমান শিক্ষা সংকটের অবসান, করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আর্থিক সংকট বিবেচনা করে বোর্ডের সকল ধরণে ফি, বিসিসি ট্যাক্স কমিয়ে সরকার কর্তৃক আর্থিক মঞ্জুরী প্রদান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের খামখেয়ালীপনা পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্থিক অনিয়ম দূর করার দাবি করা হয়। বিক্ষোভ সমাবশে ও মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দাবি আদায়ে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করে শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, নিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, দাশ গুপ্ত আশিষ কুমার, শুনিল বরণ হালদারসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে শিক্ষক সমাজের দাবি আদালে লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন তারা।