পটুয়াখালীতে সেনাবাহিনীর উদ্যোগে ৬০০ দুঃস্থদের ত্রান বিতরণ

পটুয়াখালীতে সেনাবাহিনীর উদ্যোগে ৬০০ দুঃস্থদের ত্রান বিতরণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে ৬শতাধিক গরীব, দুঃস্থদের মাঝে চাল,ডাল,তেল,চিনিসহ নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  ১৬ নভেম্বর বেলা ১১টায় পায়রা সেতুর দক্ষিনপ্রান্ত এলাকায় ২১নং পশ্চিম লেবুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলা লিংকের পৃষ্ঠপোষকতায় সেনাকল্যান সংস্থার ব্যবস্থাপনায় ৬ শতাধিক গরীব, দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী ত্রান তুলে দেন শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভশন এবং বরিশাল এরিয়ার ৭ আর্টিলারী ব্রিগেডের  ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন পিবিজিএম,পিএসসিজি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালিংক এর সেলস ম্যানেজার মোঃ মোবাশারুল ইসলাম, ক্যাপ্টেন শাইয়েন কাদির, মুরাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ইউপি মেম্বর ও গন্যমান্য ব্যক্তিবর্গ। 
  
এ খাদ্য সামগ্রী প্রদান করায় ত্রানপ্রাপ্ত নারী-পুরুষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ৭ পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তাদেরসহ সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।