পটুয়াখালীতে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে মহিলা শ্রমিকলীগের শ্রদ্ধা

পটুয়াখালীতে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে মহিলা শ্রমিকলীগের শ্রদ্ধা

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ  প্রত্যুষে ডিসি স্কোয়ারে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভোর ৬ টায় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও সকল বীর শহীদদের প্রতি বিন¤œ শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন্নেসা,জহির মেহেরুন নাসিং কলেজ,ডিডাব্লিউএফ গ্রুপ অব ইনস্টিটিউট,সুজন-সুসাসনের জন্য নাগরিক,পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দরা। 

পরে মহিলা শ্রমিক লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে সহ সভাপতি উম্মেকুলসুম সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন্নেসা, ,জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মিজান,সুসাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তিদত্ত,সহ সভাপতি সাংবাদিক জালাল আহম্মেদ, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবি, ডিডাব্লিউএফ গ্রুপ অব ইনস্টিটিউট ক্যাসিয়ার মহিউদ্দিনসহ জেলা মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।