পটুয়াখালীতে ৬ মণ ইলিশ জব্দ

পটুয়াখালীতে ৬ মণ ইলিশ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় বনফুল নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৬ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব জাটকা ইলিশ জব্দ করে কলাপাড়া থানা পুলিশ।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জৎগবন্ধু মন্ডল জব্দকৃত ঝাটকা এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী ও কলাপাড়া থানার এস. আই আল-আমিন। ঝাটকা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। তবে এ ঘটনায় কোন মাছ ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 


ভোরের আলো/ভিঅ/১৯/০১/২০২১