পটুয়াখালীতে ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে গভর্নেন্স ইনোভিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ‘স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবেকুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোকমান হাকিম, মেয়রের প্রতিনিধি ড. কাজল বরন দাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ হোসেন আলী মীর, উপলো নির্বাচন অফিসার খালিদ বিন রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম প্রমুখ। কর্মশালায় ‘স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন’ লক্ষ্যে স্থানীয় পর্যায় করনীয় ও সমস্যা চিহ্নিত করনে সাতটি দলে গ্রুপ ওয়ার্ক করা হয়। বিকাল ৪ টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল সরকারী দপ্তরের কর্মর্কা, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৮০জন বিভিন্ন সেক্টরের প্রতিনিধি অংশগ্রহন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শওকত আলী খান।