বাবুগঞ্জে দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

বাবুগঞ্জে দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের বাজেট ঘোষণা
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ও কেদারপুর ইউনিয়ন পরিষদে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৃথক দুটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত সোমবার ৩০ এপ্রিল কেদারপুর এবং দেহেরগতি ইউনিয়ন পরিষদের পক্ষে ওই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে ওই উন্মুক্ত অধিবেশনে আগামী ২০১৯-২০ অর্থবছরে দেহেরগতি ইউনিয়নে ৩৭ লক্ষ টাকার রাজস্ব বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আবুল বাসার। এসময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন সেইন্ট-বাংলাদেশের বঞ্চিতজনের অধিকার প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প সহকারী দেলোয়ার হোসেন, কাজী নুপুর, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, ইউপি সদস্য ফিরোজ মুন্সি প্রমুখ। এদিকে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারির সভাপতিত্বে আসন্ন ২০১৯-২০ অর্থবছরে মোট ২ কোটি ৫ লক্ষ ১৪ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইউসুফ আলী দেওয়ান। এসময় সেখানে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প সহকারী দেলোয়ার হোসেন, কাজী নুপুর, ইউপি সদস্য রেজাউল করিম, মো. রোকনুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, কেদারপুর ইউনিয়নের বাজেটে রাজস্ব খাত থেকে ২৫ লক্ষ ৯ হাজার ৯৪৪ টাকা এবং উন্নয়ন খাত থেকে ১ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ২০০ টাকা সম্ভাব্য আয় দেখানো হয়েছে। তবে দেহেরগতি ইউনিয়নের বাজেটে রাজস্ব খাত থেকে ৩৭ লক্ষ টাকা আয় দেখানো হলেও উন্নয়ন খাতের সম্ভাব্য বরাদ্দ ওই বাজেটে অন্তর্ভুক্ত করেনি দেহেরগতি ইউনিয়ন পরিষদ। বঞ্চিতজনের অধিকার শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ব্যবস্থা স্বচ্ছ, শক্তিশালী ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে ওই উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সহায়তা করছে সেইন্ট-বাংলাদেশ।