লোকসভা নির্বাচনে মোদির ‘ক্যারিশমার’ কাছে শুধু দল নয় তিনি নিজেও হেরে গেছেন। তাই ফলাফলের দুদিন পর হারের দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। কিন্তু মা সোনিয়াসহ দলের অন্য জ্যেষ্ঠ নেতারা তার এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালেও রাহুল গান্ধী এখনো পদত্যাগের সিদ্ধান্তে অনড়।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল এবং কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠক করে রাহুল পুনরায় তার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। শুধু পদত্যাগের কথা নয় কংগ্রেসের নতুন সভাপতি করার জন্য তাদেরকে নেতা খুঁজতে বলেছেন রাহুল।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফের ভরাডুবির পর গত শনিবার দলের কার্যনির্বাহী কমিটি বৈঠক করে। সেখানে পদত্যাগ করার কথা জানান রাহুল। কিন্তু কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। দলের নেতারা এই দুঃসময়ে রাহুলকেই হাল ধরে রাখার অনুরোধ করেন। রাহুলের পদত্যাগের সিদ্ধান্তে মা সোনিয়া গান্ধীর দ্বিমত থাকলেও বোন প্রিয়াঙ্কা রাহুলের সিদ্ধান্তকে সমর্থন জানান।
বৈঠকে সেদিনের মতো বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না হলেও রাহুল পুনরায় তার পদত্যাগের বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছেন। মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী ফের বোঝালেও তাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেননি। তারাও শেষ পর্যন্ত রাহুলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।