ভোলা জেলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের গেপ্তার ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে ভূমিহীনরা।
গতকাল সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্টিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তুলে ওসির অপসারণ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভূমিহীনরা অভিযোগ করেন, ভোলার চরফ্যাশনে ভূমিহীনদের সরকারি খাস জমি থেকে উচ্ছেদের জন্য উঠে পরে লেগেছে ভূমিদস্যুরা। এদের সঙ্গে যুক্ত হয়ে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ তালুকদার আইনের অপব্যবহার করে ভূমিহীনদের গ্রেপ্তার করে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার ১৬ নম্বর মুজিবনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার চরের ভূমিহীনরা সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুক্তভোগীরা বলেন, চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার ১৬ নম্বর মুজিবনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ১৩০০ একর সরকারি খাস জমি ভুমিহীন কৃষকের মাঝে বরাদ্দ দেওয়া হয়। বন্দোবস্ত নিয়ে ভূমিহীনরা ওই জমিতে বসবাস ও চাষবাস শুরু করে। বর্তমানে ওই জমিতে প্রায় ৫০০ কৃষক পরিবার বসবাস করছে। সরকার থেকে খাসজমি নিয়ে চাষবাস করলেও স্থানীয় কিছু মহল প্রশাসনের সহযোগিতায় ভূমিহীন কৃষকদের উপর হামলা মামলা অত্মাচার , নির্যাতন চালিয়ে আসছে। ওই চক্র ভূমিহীনদের জমি থেকে উচ্ছেদ করে সরকারের ওই জমি আত্মসাৎ করার পায়তারা করছে।
তারা অভিযোগ করেন, স্থানীয় ভুমিদস্যু সোহেল সরদার, জুয়েল সরদার, রুবেল সরদার, মিঠু সরদার মিলে ভুয়া ডিগ্রি করে সরকারের খাস জমি থেকে ৫০০ ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করতে চাইছে। তাদের সঙ্গে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ তালুকদার কৃষক পরিবারের সদস্যদের কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করে অর্থ বাণিজ্য ও ভয় ভিতি প্রদর্শন করছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভূমিহীনরা চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ তালুকদারের অপসারণ দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেণ ভুক্তভোগী ও ওসি মাসুদ তালুকদারের অত্যাচারের শিকার পরিবারের পক্ষে আবুল বাশার, আবুল কালাম, আলম বাচ্চু, মো. কামাল, আ: মালেক।