পদোন্নতি পাওয়া বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বরিশাল জেলা পুলিশের আয়োজনে এবং রেঞ্জ পুলিশের সার্বিক তত্ত্বাবধানে ওই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সংবর্ধিত বিদায়ী অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম।
বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক একেএম এহসানউল্লাহর সভাপতিত্বে এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিজিএফআই বরিশাল বিভাগীয় প্রধান কর্নেল জিএস এম.এ সাদী, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক।
অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মো. শফিকুল ইসলামকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
২০১৭ সালের ৬ আগস্ট বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন মো. শফিকুল ইসলাম। গত ২৩ মে তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয় সরকার। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে সরকার শিল্প পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান।