পদ্মা সেতুর উদ্বোধনের দিন বন্ধ থাকবে বুয়েটের ক্লাস

২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছে বুয়েট প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জুন অনুষ্ঠেয় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেয়ার জন্য ওইদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। ওইদিন সেতুর উভয় পাশে উদ্বোধনী অনুষ্ঠান এবং শরীয়তপুরের জাজিরায় সমাবেশ হবে। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের।