পদ্মায় নৌকাডুবি

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মানদীতে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে আরো বেশ কয়েকজনকে।
এ ঘটনায় ফায়ারসার্ভিসের কয়েকটি টিম উদ্ধারকাজ পরিচালনা করছে। তাদেরকে সহোযোগীতা করছে স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে একটি নৌকাডুবীর বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় শ্রীরামপুরের পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই নৌকায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তবে এদের মধ্যে অনেকেই সাঁতরে পাড়ে উঠেছেন।