পবিপ্রবি’র অন্তবর্তীকালীন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত

পবিপ্রবি’র অন্তবর্তীকালীন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তবর্তীকালীন উপাচার্য নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জ্যেষ্ঠতম ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উপাচার্যের শূন্য পদে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য তাকে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ দেয়া হয়।

বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক আদেশে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

গতকাল বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পবিপ্রবি’র উপাচার্যের শূন্য পদে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার উপ-সচিব মো. নুর-ই আলম সাক্ষরিত এক আদেশে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়। 

এর আগে গত ৪ জানুয়ারি উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ এবং উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীর কার্যকালীন মেয়াদ শেষ হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্টে পটুয়াখালী কৃষি কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯১৭ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি পবিপ্রবি’র রেজিস্ট্রার (অ.দা.) ছাড়াও পবিপ্রবি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি, পবিপ্রবি’র বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হলের প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দূর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন স্বদেশ চন্দ্র সামন্ত।