পাওয়ার কারের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত

পাওয়ার কারের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত

শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনার পর রেলের কর্মীরা চলে যান যার যার মত নিরাপদ দূরত্বে। রেলে ছিল না আগুন নেভানোর কোনো যন্ত্র। প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা, তারা যাত্রীদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ট্রেনের পাওয়ার কার বগিতে জেনারেটর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজ খান  বলেন, আগুন লাগার সাথে স্থানীরা এগিয়ে আসেন। ভয়ে লাফ দিতে গিয়ে ৪/৫ জন আহত হন। কিন্তি আগুন লাগার পরে রেলের কেউ এগিয়ে আসেনি। রেলে ছিল না আগুন নিভানোর কোনো যন্ত্র।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা প্রথমে যাত্রীদের থেকে আগুন লাগার খবর পান। 

মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা দেশ রূপান্তরকে বলেন, যাত্রীরা আগুন লাগার সাথে সাথে ৯৯৯ এ কল করেন।  খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলসহ চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার বগীতে জেনারেটর থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে।