বরিশালে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

বরিশালে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। বরিশাল মহানগর হেফাজতে ইসলামের ব্যানারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ মিছিলে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাক্ষ্মণবাড়িয়ায় সরকার দলীয় ক্যাডার ও পুলিশের গুলিতে ৭জন নিহত হওয়ায় ওই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলের সামনে এবং পেছনে ছিলো পুলিশের সাজোয়া দুটি দল।
শনিবার বিকেলে নগরীর বাজার রোডের খাজা মাঈনুদ্দিন মাদ্রাসা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাজার রোড ও দপ্তরখানা হয়ে নাজিরের পোল অতিক্রমকালে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে আটকে দেয়ার চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে নিয়ে যায়। পরে সদর রোডের অশি^নী কুমার হলের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
এর আগে নগরীর বাজার রোডের খাজা মাঈনুদ্দিন মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর হেফাজতে ইসলামের নেতারা।
হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের কারণে নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি হয়নি বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।