পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এবং দৈনিক ভোরের আলো পত্রিকার সৌজন্যে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালে ৪-৩ গোলে পাটকাঠী ইয়ং স্টার ক্লাব বিজয়ী হয়েছে। এর আগে প্রথম সেমিফাইনালে বিজয়ী হয়েছে জনতা সংঘ। ১৩ আগস্ট মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে পাটকাঠী ইয়ং স্টার ক্লাব এবং জনতা সংঘ।
রোববার ১১ আগস্ট বিকেল সাড়ে চারটায় পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন ৫ নম্বর দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাশার।
খেলা পরিচালনা করেন কয়সারুল ইসলাম কবির।
জাতীয় সংগীত পরিবেশন জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে দুই-এক গোলের ব্যবধানে এগিয়ে থাকে সেভেন স্টার ক্লাব। দ্বিতীয়ার্ধে ইয়াং ক্লাব খেলায় সমতা আনে। নির্ধারিত সময় খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। পরে অতিরিক্ত সময়ে সেভেন স্টার পুনরায় গোল দিয়ে খেলায় এগিয়ে যায়। এরপর পরপর দুটি গোল দিয়ে খেলার ব্যবধান বাড়িয়ে দেয় ইয়াং স্টার ক্লাব। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে সেভেন স্টার ক্লাবকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে ইয়াং স্টার ক্লাব।
১৩ আগস্ট বিকেল চারটায় পাটাকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুটি ক্লাব ইয়াং স্টার ক্লাবের সঙ্গে জনতা ক্লাব মুখোমুখি হবে। খেলা দেখার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য সেদিন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন টুর্ণামেন্ট কমিটি এবং পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গরার লক্ষ্যে এবং যুব সমাজকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে ওই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়। দৈনিক ভোরের আলো পত্রিকা খেলায় পৃষ্ঠপোষক হয়ে পাশে থাকে।
ঈদ-উল-আয্্হার সময় পাটকাঠী গ্রামে ফুটবল টুর্ণামেন্ট নতুন মাত্রা যোগ করেছে। ১৩ আগস্ট চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরষ্কৃত করা হবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের প্রত্যেক খেলোয়াড়কে ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া খেলা পরিচালনাকারী, টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতাকেও ক্রেস্ট প্রদান করা হবে।