পাথরঘাটা ভাঙ্গন এলাকা পরিদর্শনে বরগুনার জেলা প্রশাসক

পাথরঘাটা ভাঙ্গন এলাকা পরিদর্শনে বরগুনার জেলা প্রশাসক

বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের বলেশ্বর নদীর স্রোতে অব্যাহত ভাঙ্গনে বিলিন হয়ে যাওয়া বেড়ীবাঁধ এলাকা আজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সম্প্রতি অমাবশ্যায় জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের পদ্বা বেড়ীবাঁধ সম্পূর্ণ বিলিন হয়ে বসতঃবাড়ী ছাড়া হয়েছে সহাস্রাধিক পরিবার। জোয়ার আর প্রবল বর্ষনে পদ্মা, জিনতলার প্রায় আড়াই কিলোমিটার বেড়ীবাঁধ বিলিন হয়েগেছে। জোয়ারের পানিতে ফসলী জমি আর বসতবাড়ীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এ সময় পদ্মা,জিনতলা,রুহিতা গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসী টেকসই বেড়ীবাঁধের দাবী জানিয়ে বলেন, আমরা ত্রান চাইনা,মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটিই দাবী আমাদের টিকসই বেড়ীবাঁধ দিন,বলেশ্বর নদীর প্রবল স্রোতে ইতোমধ্যে হাজার হাজার পরিবার ভিটে বাড়ী ছাড়া হয়ে নিঃস্ব হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন,সরেজমিনে না এলে কেউ বুঝবে না বেড়ীবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে প্লাবিত মানুষের কি ভাবে দিন কাটচ্ছে। জেলা প্রশাসনের উদ্দোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা পদ্মা- রুহিতা বেড়ীবাঁধ পূনঃনির্মানের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছি।

মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন,ইনশাল্লাহ এই প্রকল্প অনুমোদন হলে এ অঞ্চলে টিকসই বেড়ীবাঁধ নির্মান হবে।

এ সময় পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ নির্বাহী মেজিস্টেট, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্হিত ছিলেন।পরে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য চাউল সহ শুকনা খাবার বিতরন করেন।