পাথরঘাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্বে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দীন ফিরোজের বিরুদ্বে ইউনিয়ন পরিষদের ১কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন পরিষদের ১০ জন সদস্য।
আজ বুধবার বেলা ১২ টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত ভাবে অভিযোগ পড়ে শুনান ১নং ওয়ার্ডের সদস্য মোঃ খলিলুর রহমান উল্লেখ করেন,সরকারী বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ, ভূয়া প্রকল্পের নামে অর্থ আত্মসাত,স্বেচ্ছাচারী আচরন,একক সিন্ধান্ত ও অনিয়মের মাধ্যমে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সংরক্ষিত ৭ জন সাধারন সদস্য ও ২ জন সংরক্ষিত সদস্য।
চেয়ারম্যান হাফিজ উদ্দীন ফিরোজ তার বিরুদ্বে আনীত অভিযোগ বানোয়াট - ভিত্তিহীন দাবী করে বলেন,ইউপি সদস্য খলিল অবৈধ মাছের পোনা ব্যাবসা ও চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে আসছে। ইউপি সদস্য মাহবুব মাছের ব্যবসার নামে ডাকাতির সাথে জড়িত থাকায় র্যাব সদস্যরা আটক করে। এই সমস্ত অনৈতিক ও সামাজিক অপরাধে বাধা দেয়ার কারনে আমার বিরুদ্বে বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
চেয়ারম্যানের বিরুদ্বে আনীত অভিযোগের বিষয় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমাউন কবির সাংবাদিকদের বলেন,আমি মৌখিক ভাবে বিষয়টি শুনেছি। লিখিত কোন অভিযোগ পাইনি,লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবসা নেয়া হবে।