বাবুগঞ্জে বিনা ধান ১০ ও বিনা মুগ ৮ এর মাঠদিবস অনুষ্ঠিত

বাবুগঞ্জে বিনা ধান ১০ ও বিনা মুগ ৮ এর মাঠদিবস অনুষ্ঠিত
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিউট বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বিনা মুগ ৮ ও বিনা ধান ১০ এর সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সিসিপিএফ এর অর্থায়নে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর ও বিনা’র যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামে মাঠদিবসের আয়োজন করে। উপসহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাইনুল আজম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তন বরিশাল এর উপ পরিচালক হরিদাশ শিকারী। বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র রহমতপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, নাজমুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান সাধারণ মুগ ডালের জাতের চেয়ে বিনা মুগ-৮ অধিক ফলনশীল ডাল। এই অঞ্চলের মাটিতে এর ফলন অধিক। এ জাতটি যেমন উচ্চফলন দেয় তেমনি একই সময়ে পরিপক্কতা আসায় ফলসংগ্রহ করতে সুবিধা। বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিউট (বিনা) দির্ঘদীন গবেষণার মাধ্যমে এই জাতটি অবমুক্ত করে। বিনা মুগ-৮ হেক্টর প্রতি গড় উৎপাদন ১৮০০ কেজি। অপরদিকে বিনা ধান ১০ একটি লবন সহনশীল জাত। এর গড় ফলন হেক্টর প্রতি ৭ টন। অন্যান্য ধানের জাতের তুলনায় বিনা ধান ১০ এ অঞ্চলে উৎপাদন বেশি। মাঠ দিবসে স্থানীয় পর্যায়ে ২ শতাধিক কৃষক কৃষানী অংশগ্রহণ করেন।