পাথরঘাটায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

বরগুনার পাথরঘাটা উপজেলায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত যুবক জলদস্যু বাহিনীর একজন সদস্য।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাদুরতলায় বিষখালি নদীর পাশে জঙ্গলে এই ঘটনা ঘটে। এসময় তিন থেকে চারজন জলদস্যু পালিয়ে গেছে বলে র্যাব সূত্রে জানা যায়।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে অভিযান চালায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখে পাথরঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি।