পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির বৈঠক ১৩ ডিসেম্বর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর বৈঠকে বসে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
রবিবার সন্ধ্যায় কমিশনের মাসিক বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট এড়াতে এবং আসন্ন বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের যোগ্যতা নিশ্চিত করতে চায়। বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা ১৩ ডিসেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে বসব।
শিক্ষার্থীরা বিশেষ করে অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছে এবং তাদের কেউ কেউ একই দাবিতে কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে।
পরীক্ষা গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এর আগে, গত জুনে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস, পরীক্ষা নিতে বলেছিল ইউজিসি এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবহারিক পরীক্ষার নেওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।