পারুল বালা দত্ত কল্যাণ ট্রাস্টের উপহার

পারুল বালা দত্ত কল্যাণ ট্রাস্টের উপহার

করোনা ভাইরারস (কোভিড-১৯) সংক্রমন রোধে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পরেছে অনেক মানুষ। ওই সব কর্মহীন মানুষের পাশে উপহার  নিয়ে দাড়িয়েছে পারুল বালা দত্ত কল্যাণ ট্রাস্ট।

আজ (১৮ মে) সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর অমৃত লাল দে সড়কের ল কলেজের এর সম্মুখে কিছু সংখ্যক মানুষদের খাদ্য ও অর্থ  উপহার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি শংকর দত্ত, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রান্ত দত্ত, নির্বাহী কর্মকর্তা শান্তা দাস সহ ট্রাস্টির অন্যান্য সদস্যবৃন্দ। 

ট্রাস্টি শংকর দত্ত বলেন, করোনা ভাইরাসে পরিস্থিতির স্বীকার কর্মহীন কিছু পরিবারে মাঝে আমাদের এই উপহার পৌঁছে দিছি। এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। 

উল্লেখ্য; গত ৯ই এপ্রিল এই ট্রাস্টির প্রতিষ্ঠাতা শ্রীমতী পারুল বালা দত্ত পরলোক গমন করেন। বর্তমানে তাদের পরিবারে সহযোগিতায় পারুল বালা দত্ত কল্যাণ ট্রাস্ট বরিশাল নগরীর বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।