পুরান ঢাকায় গুদামে আগুন

পুরান ঢাকায়  গুদামে আগুন

পুরান ঢাকার নাজিরাবাজারে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, আগুন লাগা দ্বিতীয় তলার ওই ঘরটিতে জুতার গুদাম ছিল।

তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার  বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শুরুতে দুটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়লে আরো একটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। ভবটি দশতলা বিশিষ্ট।