পুলিশের আচরণে সেবা প্রত্যাশী ভুক্তভোগীর অভিযোগ থাকলে জানান

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হযেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বন্দর থানা ওসি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ কশিশনার বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ‘ভূক্তভোগীর অভিযোগ শ্রবণ, সমাজে শৃঙ্খলা রক্ষায় জনগণের গঠনমূলক পরামর্শ গ্রহণ এবং কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ’ রয়েছে কি না সেটা জানতে চাওয়া হয়। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। নিজেও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বেশী বেশী তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে। এমনকি পুলিশের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর অভিযোগ থাকলে সরাসরি কিংবা গোপনে সেগুলো জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান মো. শাহাবুদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঞা. অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করীম ও শেখ মোহাম্মদ সেলিম, সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিমাসের ৪ তারিখ বিএমপি’র বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ বিমানবন্দর থানা এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।