হিজলায় দুই সন্তানের জননী গণধর্ষণের শিকার : ৬জন গ্রেপ্তার

বরিশালের হিজলা উপজেলায় দুই সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার দুর্গম এলাকা চরকাকুতিয়া গ্রামে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় পুলিশ ৬জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দুপুরে ধর্ষণের শিকার ওই নারী ৮জনকে অভিযুক্ত করে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার জানান, গত শনিবার রাতে পুলিশ ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে। ধর্ষণের ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ৬জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো চরকাকুতিয়া গ্রামের বারেক জমাদ্দার, জাকির, সুমন রাড়ি, আনিস খান, মনির রাড়ি ও আল আমিন। তাদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে। এজাহারভুক্ত আসামীদের মধ্যে ৪ জন ওই নারীকে ধর্ষণ করেছে। অন্যরা ধর্ষণে সহযোগিতা করেছে।
হিজলা-গৌরবদী ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলাউদ্দিন দফাদার জানান, মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরকাকুতিয়া মেঘনাবেষ্টিত একটি দুর্গম চর। ওই নারী দুই সন্তান নিয়ে সেখানে থাকেন। তার স্বামী ঢাকায় নিরাপত্তাপ্রহরীর চাকুরী করেন। অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারীর ঘরে গিয়ে তার প্রেমিককে হাতেনাতে আটক করে। এর কয়েক ঘন্টা পর তারা ফের ওই ঘরে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে।