পূত্রের মোটরসাইকেল থেকে পরে পিতার মৃত্যু

বরিশাল জেলার মুলাদী থানার মনির হত্যা মামলায় সিআইডি'র হাতে গ্রেফতারকৃত চরকমিশনার গ্রামের মৃত কদম আলী ব্যাপারির পূত্র শাহ জাহান বেপারি (৫৯) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে ছেলে মনির বেপারির মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে মোটরসাইকেল থেকে সিটকে পরে নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ-মীরগঞ্জ সড়কের দেলোয়ার হোসেন ফরাজির বাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। ওই বাড়ীর সিসি টিভি ফুটেজ ঘেটে দেখা গেছে, ছেলে মনির বেপারির মোটরসাইকেল থেকে হঠাৎ করে সিটকে সড়কে পরে যায় শাহজাহান বেপারি। ১০-১৫ ফুট দুরে মোটরসাইকেল থামিয়ে মনির বেপারি তার পিতার কাছে ছুটে আসে। ঘটনার সময় আশে পাশে কেউ ছিলো না। কিছুক্ষণ পর লোকজন ভীর হলে একটি ভ্যানযোগে বাবুগঞ্জ কলেজগেট গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ডায়াগনস্টিক কতৃপক্ষ। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মোটরসাইকেল চালক ছেলে মনির বলেন, বাবা জামিনে বের হওয়ার পর শারীরিক অসুস্থতার কথা বলে এবং বাড়ী যাওয়ার কথা বলে। পথি মধ্যে প্রতিপক্ষ ভ্যাংচি কাটায় বাবা মোটরসাইকেল থেকে পরে যায়। তবে তার বক্তব্য ও ফুটেজের মধ্যে কোন মিল নেই।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি। তবে তথ্য প্রমান আমারা সংগ্রহে রেখেছি।
উল্লেখ্য মুলাদী থানার মনির হত্যা মামলায় ৬ নভেম্বর সিআইডির হাতে গ্রেফতার হয় রাজিব হাওলাদার(৩২) ও শাহজাহান বেপারি( ৫৯)। সিআইডি আদালতে রিমান্ড চাইলে রাজিবকে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। শাহজাহান বেপারি হার্টের সমস্যায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। তিনি অসুস্থ থাকায় বৃহস্পতিবার আদালত তাকে জামিনে মুক্তি দেয়।