পেশাদারিত্ব নষ্ট করে বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কিছু করা যাবে না-প্রলয় চিসিম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় বিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম বলেন পেশাদারিত্ব নষ্ট করে বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কিছু করা যাবে না । সোমবার ২৭ জুন সকাল ১১টায় বরিশাল নগরীর পুলিশ লাইন্স ড্রিল সেডে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার প্রলয় চিসিম।সভার শুরুতে সভাপতি মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার প্রলয় চিসিম বিএমপি'র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার প্রলয় চিসিম আরও বলেন, তিনি নীতি নৈতিকতা, পেশাদারীত্ব ও স্বাস্থ্য জ্ঞান নিয়ে শৃঙ্খলার সাথে সবকিছু মোকাবিলা করতে হবে। কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক খলিলুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খান মোহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা মো. মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।