লিটন বাশারের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশার’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ২৭ জুন দোয়া-মোনজাত অনুষ্টিত হয়।
ইত্তেফাকের বরিশাল অফিসের উদ্যোগে দোয়া-মোনাজাতে সাংবাদিকরা অংশগ্রহন করে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা ও রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, দৈনিক ইত্তেফাক ব্যুরো প্রধান শাহীন হাফিজ, চ্যানেল-২৪ এর ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এম. মোফাজ্জেল, স্থানীয় দৈনিক দখিনের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক ডাঃ মো. আল-আমিন, দৈনিক মুখপত্র পত্রিকার প্রকাশক ও দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক ফারুক লিটু, দৈনিক মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদি হাসান শুভ, দৈনিক যুগান্তর’র বরিশাল ব্যুরো রিপোর্টার অনিকেত মাসুদ, দৈনিক মুখপত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক আজিজ আহমদ মামুন, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী ফিরোজ আল কামাল, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী তাওহদিুল ইসলাম রকি, আলম বুক স্টলের প্রতিনিধি আগমন, দৈনিক মুখপত্র পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মো. আসাদুজ্জুমান রিপন, ফটো সাংবাদিক জুয়েল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া - মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল ।