প্রজ্ঞাপন জারি না হওয়ায় লকডাউন হচ্ছে না বরিশাল নগরীর দুটি ওয়ার্ড

প্রজ্ঞাপন জারি না হওয়ায় লকডাউন হচ্ছে না বরিশাল নগরীর দুটি ওয়ার্ড

গতকাল সকাল থেকে স্থানীয়ভাবে মাইকিং করা হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় মঙ্গলবার (২৩ জুন ) লকডাউন হচ্ছে না বরিশাল সিটি করপোরেশনের ১২ ও ২৪ নং ওয়ার্ডে।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছে ১২ ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলরদ্বয়। ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন ভুলু এবং ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরিফ জানান, সোমবার রাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে লকডাউন স্থগিত হওয়ার বিষয়টি তাদের জানিয়ে দেয়া হয়েছে। তবে পরবর্তী ঘোষনা সম্পর্কে তাদের কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।

 সোমবার সকাল থেকে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার লকডাউন শুরু হচ্ছে বলে ঘোষনা দেয়া হয়েছিলো।

নগরীর ৩০ টি ওয়ার্ডের মধ্যে ২৭ টি ওয়ার্ড রেডজোনের অন্তরভূক্ত হওয়ায় গত ১৮ জুন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনীর, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সকলের মতামত অনুসারে তখন নগরীর দুটি ওয়ার্ডে প্রথমধাপে লকডাউন করার সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী আজ মঙ্গলবার ১২ ও ২৪ নং ওয়ার্ডে লকডাউন করার ঘোষনা দেয়া হবে। তবে প্রজ্ঞাপন জারি না হওয়ায় শেষ পর্যন্ত লকডাউন স্থগিত করা হয়। সোমবার পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ২শত ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়, এরমধ্যে বরিশাল নগরীতে রয়েছে ৯৬৬ জন।