বরিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বরিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বরিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর পোর্ট রোডের সদর উপজেলা ভূমি অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের মিষ্টি খাইয়ে আপ্যায়ন করেন আয়োজকরা।