প্রতিবন্ধী ব্যক্তির ভাতা বাজেটে বরাদ্ধ বৃদ্ধির দাবি বরিশাল মূক-বধির সংঘের

প্রতিবন্ধী ব্যক্তির ভাতা বাজেটে বরাদ্ধ বৃদ্ধির দাবি বরিশাল মূক-বধির সংঘের

প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০০০ টাকা এবং সরকারি বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিত ও আসন্ন বাজেটে বরাদ্ধ বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে বরিশাল মূক-বধির সংঘ। 

আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডে অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

বরিশাল মূক-বধির সংঘের সভাপতি আজিম হোসেন সোহানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, রাকিব হাসান, নওশাদ হোসেন, রনি খান প্রমুখ। 

মানববন্ধন কর্মসূচিতে তারা ২০২২ এর জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সামাজিক সুরক্ষা খাতে বৃদ্ধির দাবী জানান।