প্রথমবার বাংলাদেশের ছবিতে দেব

প্রথমবার বাংলাদেশের ছবিতে দেব

প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ছবিতে অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। নাম 'মিশন সিক্সটিন'। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ। সন্ত্রাসবাদ দমনে সরকারের একটি বাহিনীর অভিযান নিয়ে তৈরি হবে ছবির গল্প। এতে দেবকে অ্যাকশন অবতারে দেখা  যাবে। খবর আনন্দবাজার পত্রিকার

'মিশন সিক্সটিন' ছবিতে দেবের বিপরীতে নায়িকা হচ্ছেন ২০১৭ সালের 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতার প্রথম রানারআপ জাহারা মিতু। এর আগে, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন তিনি।

ছবিটিতে দুই বাংলার একাধিক শিল্পী থাকছেন। টলিউড থেকে রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত রয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা। ঢাকাসহ বাংলাদেশের নানা জায়গা এবং থাইল্যান্ডে শুটিং হওয়ার কথা ছবিটির। জানা গেছে, ‘গোলন্দাজ’ ছবির শুটিং শেষ করে ছবিটি শুরু করবেন দেব।