প্রথমবারের মতো ছেলের ছবি সামনে আনলেন সাকিব

প্রথমবারের মতো ছেলের ছবি সামনে আনলেন সাকিব

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একাই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের বড় জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। দলকে জয় এনে দেওয়ার উচ্ছ্বাস তরতাজা থাকতেই এবার ভক্তদের জন্য আরও এক উপহার দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন নিজের তৃতীয় সন্তান আইজাহ আল হাসানের ছবি।

শনিবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নিজের একমাত্র ছেলের ছবি পোস্ট করেন সাকিব। ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দোয়া চান ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। সাকিব ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলে আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন। ’

একই ছবি পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন সাকিবের জীবনসঙ্গিনী উম্মে আহমেদ শিশির। 

গত ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন শিশির। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। 

শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হন সাকিব। তার প্রথম সন্তান মেয়ে আলাইনা হাসান। এর পাঁচ বছর পর সাকিবের দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্ম হয়।