প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপনের মাহেন্দ্রক্ষনে বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের  মর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক বিবৃতিতে উপাচার্য বলেন, এই স্বীকৃতি দেশের জন্য গৌরব ও সম্মানের। প্রধানমন্ত্রীর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ এ গৌরব অর্জনে সক্ষম হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্ব প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে দেশের এই অর্জন ঐতিহাসিক বলে মনে করেন উপাচার্য মহোদয়। 

গত ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)’ এর ত্রিবার্ষিক মূল্যায়নের পর এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি ৩টি সূচকের ভিত্তিতে এলডিসি দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। বাংলাদেশ ৩টি সূচকেই শর্ত পূরণ করে এগিয়ে যাওয়ায় জাতিসংঘের ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)’ এই সিদ্ধান্ত গ্রহণ করে।