প্রধানমন্ত্রীর নগদ ঈদ উপহার পেল চাওড়া ইউনিয়নের ৪৬৫০ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা করে পেল বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪৬৫০টি পরিবার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ ভিজিএফ’র ১০ কেজি করে চালের পরিবর্তে প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫টি স্পটে (ঘটখালী, বেতমোর, বৈঠাকাটা, পাতাকাটা ও চন্দ্রা) সামাজিক দূরত্ব বজায় রেখে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৫০টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার কৃষি রেডিওর ষ্টেশন ম্যানেজার মোঃ ঈসা, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম মোল্লা, ফরিদা বেগম, আঃ জব্বার হাওলাদার, জয়নাল আবেদীন ও হারুন অর রশিদ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ঈদ উপহার অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৫০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৪৫০ টাকা করে দেয়া হয়েছে।