প্রীতিলতার বেশে তিশা

পুরোদমে চলছে ব্রিটিশবিরোধী সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীমূলক ছবি ‘ভালোবাসা প্রীতিলতা’র দৃশ্যায়ন।
সম্প্রতি রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং সম্পন্না হয়েছে।
‘ভালোবাসা প্রীতিলতা’র নাম ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।
সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক।
নির্মাতা জানান, “অক্টোবরের মাঝামাঝির দিকে প্রথম লটের শুটিংয়ের পর ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকার আরমানিটোলা ও বকশীবাজারের পুরনো কেন্দ্রীয় কারাগারে দ্বিতীয় লটের শুটিং হয়েছে। ২৮ নভেম্বর থেকে চট্টগ্রামে তৃতীয় লটের দৃশ্যধারণ শুরু হবে।”
জানুয়ারির মধ্যেই ছবির দৃশ্যধারণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।
ভোরের আলো/ভিঅ/১৮/২০২০