ডেঙ্গু রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩শ’ চিকিৎসকদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের ১৩টি মেডিকেল কলেজে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর আয়োজনে বরিশালে এ কর্মশালা আজ সোমবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ ১নম্বর গ্যালারীতে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সৈয়দ মাকসুমুল হহ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও সোসাইটি অব মেডিসিন বরিশালের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ ভাস্কর সাহা’র সংঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ একেএম হুমায়ুন কবির ও ডাঃ গোবিন্দ চন্দ বনিক। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোসাইটি অব মেডিসিনের বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুর রহিম, জেলা বিএমএ সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অসিত ভূষন দাস ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. অসিম কুমার সাহা, বরিশাল জেলা পুলিশের সিনিয়র সহকারী সুপার সুকুমার রায় ও জেলা প্রশাসকের প্রতিনিধি শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মি। প্রশিক্ষন কর্মশালায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ অলোচনা করা হয়। এই প্রশিক্ষনের মধ্য দিয়ে চিকিৎসকরা সঠিকভাবে ডেঙ্গু রোগের ব্যবস্থাপনা করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।