প্রয়াণ দিবসে হ‌ুমায়ূনের সেই নাটক চ্যানেল আই্তে

প্রয়াণ দিবসে হ‌ুমায়ূনের সেই নাটক চ্যানেল আই্তে
ঢাকাই প্যাকেজ নাটকের শুরুর দিকে হুমায়ূন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই সময় তার লেখা ও পরিচালনায় নির্মিত হয় বেশ কিছু জনপ্রিয় নাটক। তারই একটি ‘প্যাকেজ সংবাদ’। কিংবদন্তি লেখক-নির্মাতার প্রয়াণ দিবসে নাটকটি প্রচার করবে চ্যানেল আই। সঙ্গে থাকবে আরও কিছু অনুষ্ঠান। চ্যানেলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে শামীমা নাজনীনের পরিচালনায় হ‌ুমায়ূন আহমেদের লেখা ‘প্যাকেজ সংবাদ’। ২০০০ সালে বিটিভিতে প্রচার হওয়া নাটকটিতে অভিনয় করেছেন আতাউর রহমান, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদ হাসান, তারিন জাহান, আবদুল কাদের, শমী কায়সার ও নুসরাত ইমরোজ তিশা। একই চ্যানেলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় প্রচার হবে হ‌ুমায়ূনের একই নামের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। অভিনয় করেছেন মাহি, রিয়াজ ও তানিয়া আহমেদ। স্যাটায়ারধর্মী ‘প্যাকেজ সংবাদ’-এর গানে কণ্ঠ দেন সেলিম চৌধুরী। এ ছাড়া শুক্রবার সকাল সাড়ে ৭টায় প্রচার হবে নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব