প্রয়াত মেয়র হিরণের বড় ভাইয়ের ইন্তেকালে আবুল হাসানাত আবদুল্লাহ ও সিটি মেয়রের শোক

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রয়াত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরনের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ... রাজেউন)।
মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বায়স্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিইমজা), সভাপতি ফিরদাউস সোহাগসহ সদস্যবৃন্দ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মৃত্যুকালে হারুন অর রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
গত সোমবার দিবাগত রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকার সন্ধ্যায় নিজ বাড়িতে হারুন অর রশিদের সংক্ষিপ্ত জানাজার পর মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।