ফাইনাল নিয়ে রোমাঞ্চিত উইলিয়ামসন

ফাইনাল নিয়ে রোমাঞ্চিত উইলিয়ামসন

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ চললেও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মন পড়ে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে বলেই তিনি বেশি উচ্ছ্বসিত।

আগামী ১৮ জুন সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

উইলিয়ামসন বলেছেন, ‘বিশ্ব টেস্ট ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট গুরুত্বপূর্ণ। তবে বিশ্ব টেস্ট ফাইনালে খেলার স্বপ্ন রয়েছে অনেক দিন ধরেই। ওখানে খেলার সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার এবং সতীর্থরা সেটা জানে। আমার তো মনে হচ্ছে তিন টেস্টের মিনি সিরিজ খেলতে এসেছি, যেখানে শেষ ম্যাচটাই সব থেকে গুরুত্বপূর্ণ।’

‘নিরপেক্ষ ভেন্যুতে খেলা বলেই সবাই বেশি উদ্গ্রীব। এই জায়গায় আসার জন্য অনেক দেশ লড়েছে। কিন্তু দুটো দল ফাইনালে এসেছে। আমরা তাদের একটা।’
‘বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। জানি ওরা কতটা শক্তিশালী এবং কতটা গভীরতা রয়েছে ওদের দলে।’

বিরাটের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘বহু বছর ধরে আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছি। একে অপরকে ভালো করে চিনি। তাই ওর বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছি।’

ভারতের বোলিং আক্রমণকেও সমীহ করছেন উইলিয়ামসন, ‘দুর্দান্ত আক্রমণাত্মক বোলার রয়েছে ওদের। অস্ট্রেলিয়া সিরিজেই ওদের বোলিংয়ের গভীরতা দেখেছি। জোরে বোলিং হোক বা স্পিন, দুই জায়গাতেই ওরা সেরা। সেরার বিরুদ্ধে আমাদেরও সেরাটা দিতে হবে।’

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়ার কথা ছিল আগামী ১০ জুন। পরে সেটি পিছিয়ে যায়। ১৮ থেকে ২২ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টেস্টে দ্বিপক্ষীয় সিরিজের ফলের ওপর নির্ভর করে পাওয়া পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দলকে বেছে নেয়া হয়েছে।