ফিরদাউস সোহাগ সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হয়েছেন

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তাঁর কাজে সহযোগিতা করার জন্য বরিশালের দর্শক, শুভানুধায়ী ও সহকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফিরদাউস সোহাগ।
গতকাল মঙ্গলবার সময় টেলিভিশন ফিরদাউস সোহাগের পদোন্নতির বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছেন।
সময় টেলিভিশন থেকে পাঠানো চিঠিটি গত পহেলা জানুয়ারি থেকে সোহাগকে বিশেষ প্রতিনিধি হিসেবে কার্যকর করার কথা উল্লেখ রয়েছে।
এর আগে ২০১৯ সালে ফিরদাউস সোহাগকে সিনিয়র রিপোর্টার হিসেবে পদোন্নতি দেয়া হয়। ২০১০ সালের পহেলা ডিসেম্বর সময় টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে রিপোর্টার হিসেবে যোগদান করেন তিনি।
১৯৯১ সালে বরিশালের সাপ্তাহিক ‘সময়ের কাগজে’ (বর্তমানে বিলুপ্ত) কাজ করার মধ্যে দিয়ে সাংবাদিকতা শুরু করা ফিরদাউস সোহাগ তাঁর যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে চলেছেন। কাজ করেছেন দেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল সিএসবি নিউজের সঙ্গে। সিএসবি নিউজের প্রতিষ্ঠালগ্ন থেকে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত রিপোার্টার হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন দেশ টিভিতে।
এছাড়া জাতী দৈনিক যায়যায় দিন, দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দি বাংলাদেশ টুডে এবং বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের বার্তা, দক্ষিণাঞ্চল ও প্রবাসী পত্রিকায়ও সাংবাদিকতা করেন তিনি।