ফটো সাংবাদিক রুবেলের মা রেনু বেগমের আর নেই

ফটো সাংবাদিক রুবেলের মা রেনু বেগমের আর নেই

দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ফটো সাংবাদিক পারভেজ রুবেলের মা রেনু বেগম আর নেই। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার দিবাগত গভীর রাতে নগরীর রাজ্জাক স্মৃতি কলোনীর বাসায় অসুস্থ হয়ে পড়েন রেনু বেগম। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল সোমবার বাদ জোহর নগরীর কেডিসি সড়কে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজা নামাজে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খসরু, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল, হাবিবুর রহমান টিপু, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মীর জাহিদুল কবির, আ.লীগ নেতা টুটুল চৌধুরী, আমাদের বরিশাল পত্রিকার প্রকাশক-সম্পাদক এসএম রফিকুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস,  আজিজুর রহমান শাহীন, ছাত্রলীগ নেতা জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।