কলকাতার সিনেমায় হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এবার কলকাতায় অভিনয় করতে যাচ্ছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘ক্যানভাসার’ গল্প অবলম্বনে দেবরাজ দে নির্মাণ করছেন ‘ফেরিওয়ালা’ নামে একটি ছবি। এই ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিতে তার চরিত্রের নাম কৃষ্ণলাল।
হাসান মাসুদ গণমাধ্যমকে বলেন, “এটি আমার জন্য ভালোলাগার একটি বিষয়। দেশের বাইরে প্রথমবার কাজ করতে যাচ্ছি। তা-ও আবার নাম-ভূমিকায়। আশা করি ভালো কিছু হবে।”
করোনা-পরবর্তী সময়ে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান তিনি। তবে ছবির অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।
চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন হাসান মাসুদ। কিছুদিন আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন তিনি।
২০০৪ সালে হাসান মাসুদকে প্রথম মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় দেখা যায়। তাকে প্রথম নাটকে দেখা যায় এনটিভিতে প্রচারিত প্রেমের গল্প সিরিয়ালের একটি পর্বে। এটি নির্মাণ করেছিলেন মান্নান হীরা এবং এতে তার সহশিল্পী ছিলেন দীপা খন্দকার।