ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে এবং ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বরিশাল জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাদস সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি প্রতিভা রায়, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, প্রচার প্রকাশনা সম্পাদক বিজন সিকদার ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 

সমাবেশ শেষে একই দাবিতে ছাত্রফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।